জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের মহাসাগরগুলোর পৃষ্ঠের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
কোপার্নিকাস জলবায়ু মডেল অনুসারে, বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের দৈনিক গড় তাপমাত্রা চলতি সপ্তাহে ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি ২০১৬ সালে পৌঁছে যাওয়া ২০ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভঙ্গ করেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্ভবত রেকর্ডটি ভাঙা অব্যাহত থাকবে। কারণ সাধারণত আগস্টে নয়, মার্চ মাসে মহাসাগরগুলোর পৃষ্ঠের উষ্ণতা সবচেয়ে বেশি থাকে।
কোপার্নিকাসের ড. সামান্থা বার্গেস বলেন, ‘ আমরা যে রেকর্ডটি এখন দেখেছি তা আমাকে এখন থেকে আগামী মার্চের মধ্যে সমুদ্র কতটা উষ্ণ হতে পারে তা নিয়ে হতচকিত করে তোলে।’
তিনি বলেন, ‘আমরা যত বেশি জীবাশ্ম জ্বালানি পোড়াব, তত বেশি অতিরিক্ত তাপ সমুদ্র থেকে বের হবে, যার অর্থ তাদের স্থিতিশীল হতে এবং তারা যেখানে ছিল সেখানে ফিরে যেতে তত বেশি সময় লাগবে।’