রেজাউল ইসলাম: কানাডায় নির্বাচনী আসন(রাইডিং) আছে ৩৩৮ টি। এর মধ্যে কোন পার্টি ১৭০ টি রাইডিংয়ে জয়ী হলে সেই পার্টি অন্য কোন পার্টির সমর্থন ছাড়াই মেজরিটি আসন নিয়ে সরকার গঠন করতে পারে। কোন পার্টি ১৭০ টি রাইডিংয়ের নিচে প্রাপ্ত হলে সেই পার্টি যদি অন্য পার্টির সমর্থন নিয়ে ১৭০ টি আসনের আস্থা অর্জন করে সরকার গঠন করে তবে সেটি মাইনোরিটি সরকার হিসাবে গন্য হবে। ১৭০ টি রাইডিংয়ের একটিও কম হলে অর্থাৎ ১৬৯ টি রাইডিংয়ে জয়ী হলেও সেই পার্টি মাইনোরটি স্ট্যাটাস পাবে।
নির্বাচন হয়ে যাবার পর পার্লামেন্টে নতুন সেশন শুরুর প্রথম দিন রানীর প্রতিনিধি হিসাবে গর্ভনর জেনারেল থর্ন স্পিচ দিয়ে থাকেন। এই থর্ন স্পিচে সরকারের কর্মকান্ড এবং লক্ষ্য কি হবে, কিভাবে সেগুলি বাস্তবায়ন করা হবে তার একটি রূপরেখা দেওয়া হয় । কোন দল মেজরিটি না পেয়ে থাকলে এই থর্ন স্পিচের বিরুদ্ধে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী কোন দল অনাস্থা প্রকাশ না করলে রানিং সরকারই মাইনরিটি সরকার গঠন করবে। আর পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল বা দলগুলি থর্ন স্পিচের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলে দ্বিতীয় বৃহত্তর দলকে সরকার গঠনের জন্য আহ্বান করা হবে। সেই ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তর দলটিকে তখন অন্যান্য দলের আস্থা বা সমর্থন নিয়ে ১৭০ টি রাইডিংয়ের আস্থা অজর্নের সক্ষমতা দেখাতে হবে। সেই আস্থা অর্জনে সমর্থ হলে দ্বিতীয় বৃহত্তর দলটি মাইনরিটি সরকার গঠন করবে।
এই বারের সিনারিও কি হতে পারে? আসন্ন সেপ্টেম্বরে ২০ তারিখ নির্বাচনের পর আবার যদি কোন দল মেজরিটি না পায় সেই ক্ষেত্রে কোন দলের মাইনরিটি সরকার গঠনের সম্ভাবনা বেশি? এই ক্ষেত্রে লিবারেল পার্টি সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারন NBP এবং Bloc Quebecois; এই দুই দল ideologically লিবারেলের কাছাকাছি। বিগত মাইনরিটি লিবারেল সরকারকে এই দুই দল সমর্থন দিয়েছিল। তবে কুইবেকের প্রিমিয়ার Francois Legault ভার্চুয়ালি কনজার্ভেটিভ পার্টকে সমর্থন দেওয়ায় এর প্রভাব Bloc Quebecois উপর পড়তে পারে। এমন অবস্থায় NDP যদি লিবারেল পার্টিকে সমর্থন করে, Bloc Quebecois যদি কনজার্ভেটিভ পার্টিকে সমর্থন করে আর সম্মুখ সারির কোন দলই যদি কমন সভায় মেজরিটি সমর্থন না পায়, তবে কি হবে? সেই ক্ষেত্রে theoretically এটা সম্ভব যে, গ্রীন পার্টি অথবা পিপলস পার্টির এমপিরা নির্ধারণ করবে সম্মূখ সারির কোন দল সরকার গঠন করবে।