মাগুরার শালিখা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানির মধ্যে পড়ে গেছে। এতে দুই নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ১০ জন।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের উপজেলার রামকান্তপুরে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ন-১৪১১৬৪) যশোর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেন দিয়ে বাসটিকে টেনে উপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। যাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এ ঘটনায় শিশুসহ আহত ১০ জনকে মাগুরা সদরের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ জানান, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকলবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।