রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েক দিন ধরে ছুটি কাটিয়েছেন সাইবেরিয়ায়। এসময় তিনি মাছ ধরে ও পায়ে হেঁটে ঘুরেছেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) ‘মাচো পুতিনের’ মাছ ধরা ও ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে ক্রেমলিন।
চলতি মাসের মাঝামাঝি সময়ে পুতিনের ব্যক্তিগত কর্মকর্তাদের বেশ কয়েক জনের শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণ। ওই সময় তিনি আইসোলেশনে যাওয়ার ঘোষণা দেন। তাজিকিস্তানে এক নিরাপত্তা বৈঠক বাতিল করে রাতারাতি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন তিনি।
বরাবরই‘মাচো’ ভাবমূর্তিতে নিজেকে হাজির করতে ভালোবাসেন পুতিন। খালি গায়ে সানগ্লাস পরে ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল রুশ প্রেসিডেন্টকে।
রোববার ক্রেমলিন যেসব ছবি প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে, হাঁটুজল নদীর মধ্যে ৬৮ বছরের পুতিন দাঁড়িয়ে আছেন, মাথায় রয়েছে টুপি। এছাড়া তাকে মাছ ধরতে কিংবা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে আলাপরত অবস্থায় দেখা গেছে।