দিগন্ত পাল
এককতার (Singularity) স্থিতাবস্থা নয় পর্যবেক্ষণীয় (Observable)
সেই স্থিতাবস্থার পরিণতি (Outcome) শূন্য (Vacuum) ;
এককতা শিহরিত (Vibrating) হলে ,
এই শিহরণ সময়ের (Time field) প্রসূতি
পরিবর্তন যার পর্যাবৃত্ত (Periodic)।
সময়ের পর্যাবৃত্ত পরিবর্তনে (Periodic change) জাত
ব্যবধানের (Space field) পর্যাবৃত্ত পরিবর্তন ,
জন্ম দেয় এক সময় (Time field) নূতন ,
সেই সময়ের দশা (Phase) বিলম্বিত (Lagging)।
অবিরাম এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ,
ঘটায় নব নব বিলম্বিত ও পর্যাবৃত্ত –
ব্যবধান ও সময়ের উৎপত্তি ;
ফলে এককতার উদ্ভাস এহেন ,
প্রসারণশীল তামসী শক্তি-বিম্ব (Dark energy-bubble) যেন ,
মর্মে যার ব্যবধান ও সময়ের যুগলবন্দী ।
ব্যবধান হোক্ কিংবা সময় ,
অগ্রণীর (Leading) পরিবর্তনে বিলম্বিতের (Lagging) বাধা ,
বিম্বের প্রসারণে প্রতিরোধ (Resistance) আনে ;
এই প্রতিরোধকে পর্যবেক্ষক “মহাকর্ষ”(Gravitation)
এবং বিম্বকে “ব্রহ্মাণ্ড”(Universe) রূপে জানে ,
আর ব্যবধান ও সময়ের যুগলবন্দীতে
উভয়কে “মাত্রা” হিসাবে চেনে।