গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে দুই চিকিৎসকসহ আরো ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ জনে।
বুধবার (১৫ জুলাই) রাতে মাদারীপুর সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, রাজৈরে একজন চিকিৎসকসহ ১০ জন, কালকিনি উপজেলায় ১২ জন এবং শিবচর উপজেলায় একজন চিকিৎসকসহ ১৩ জন রয়েছেন।
তিনি জানান, গত ১১ ও ১২ জুলাই সংগৃহীত নমুনার ১৮২ জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৬২ জনের করোনাভাইরাস পজিটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনসহ সুস্থ হয়েছেন ৬৭০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন।