বিশ্বখ্যাত টক শো উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন। শনিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
চলতি মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর ৮৭ বছরের ল্যারি কিং সিডার্স সিনাই মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
ছয় দশকের পেশাগত জীবনের মধ্যে ২৫ বছরই তিনি কাটিয়েছেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এ। তিনি বিখ্যাত রাজনীতিবিদ, বিনোদন তারকা ও খেলোয়াড়ের সাক্ষাৎকার নিয়েছেন।
ওরা মিডিয়া নামে একটি সম্প্রচারমাধ্যমের সহপ্রতিষ্ঠাতা ছিলেন ল্যারি।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘গভীর শোকের সঙ্গে ওরা মিডিয়া ঘোষণা করছে যে, আমাদের সহপ্রতিষ্ঠাতা, উপস্থাপক ও বন্ধু ল্যারি কিং আজ সকালে ৮৭ বছর বয়সে লস অ্যাঞ্জেলসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে মারা গেছেন। ৬৩ বছর ধরে এবং রেডিও, টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারমাধ্যমে ল্যারির হাজার হাজার সাক্ষাৎকার, পদক ও বৈশ্বিক স্বীকৃতি এক জন সম্প্রচারক হিসেবে তার অনন্য ও স্থায়ী প্রতিভার প্রমাণ।’