বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফরাসি নান লুসিল র্যান্ডন ১১৮ বছর বয়সে মারা গেছেন। ফ্রান্সের টউলনে তার নার্সিং হোমে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
নার্সিং হোমের মুখপাত্র ডেভিড তাভেলা মঙ্গলবার সাংবাদিকদের কাছে র্যান্ডনের মৃত্যুর খবর জানিয়েছেন।
১৯৪৪ সালে পবিত্র আদেশ গ্রহণ করার সময় লুসিল র্যান্ডন সিস্টার আন্দ্রে নাম ধারণ করেছিলেন। তার জন্ম ১৯০৪ সালে দক্ষিণ ফ্রান্সে। তিনি দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী এবং তার জীবনের বেশিরভাগ সময় ক্যাথলিক মতবাদে উৎসর্গ করেছিলেন।
দীর্ঘ জীবনের রহস্য কী জানতে চাইলে একবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই রহস্য ‘শুধু প্রভুই জানেন।’
র্যান্ডন কিছু সময়ের জন্য ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি গত এপ্রিলে গিনেস বুক অব রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে নাম লেখান। ওই মাসেই কেন তানাকা নামে জাপানি নারী ১১৯ বছর বয়সে মারা যান।