ইউক্রেনের অবরুদ্ধ নগরী মারিউপোল দখলের দাবি করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে এক হাজার ২৬ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।
গত ২ মার্চ রুশ বাহিনী মারিউপোলের দিকে অগ্রসর হয়। ১৭ মার্চ তারা শহরটি ঘিরে ফেলে এবং বোমা বর্ষণ শুরু করে। ২৪ মার্চ রুশ বাহিনী শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে। ১১ এপ্রিল তারা দাবি করে, শহরের অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।
রাশিয়া জানিয়েছে, আত্মসমর্পণ করা সেনারা ৩৬তম মেরিন ব্রিগেডের সদস্য। তারা ইলিচ আয়রন ও স্টিল এলাকার কাছে আত্মসমর্পণ করেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকসান্দার মতুজায়ানাক জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো খবর এখনও তিনি পাননি।