মারিউপোলে পরাজয় স্বীকার করে সেনা ও শহর কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মারিউপোল শহরটিতে প্রায় তিন লাখ মানুষের বসবাস। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই শহরটিতে লাগাতার বোমা ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। শহরটির অভ্যন্তরে আটকা পড়া মানুষরা গত কয়েকদিন ধরে বিদ্যুৎ, পানি ও খাবার সঙ্কটের মধ্যে রয়েছে।
এর আগে গত রোববার রাশিয়ার জেনারেল মিখাইল মিজিনসেভ মারিউপোল শহর কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করে নাগরিকদের চলে যাওয়ার পথ খুলে দেওয়ার জন্য সোমবার ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারন করে দেন।
রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী, মস্কো সময় সকাল ১০টার দিকে বাসিন্দাদের নিরাপদের বের হয়ে যাওয়ার জন্য রুশ সেনাবাহিনী একটি করিডোর খুলে দেবে। কিন্তু এরজন্য শহরটির ভেতরে লড়াইরতো ইউক্রেনের সেনা এবং বিদেশী যোদ্ধাদের আগে আত্মসমর্পন করতে হবে।
রাশিয়ার বাহিনী জানায়, সড়কগুলো থেকে মাইন অপসরণের পর খাদ্য, ওষুধ এবং অন্য সরবরাহসহ মানবিক কনভয়কে মারিউপোল শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
কিন্তু রাশিয়ার সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, ‘আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। অস্ত্র নামিয়ে রাখার প্রশ্নই আসেনা।’