রেজাউল ইসলাম:–সিবিসি সরকারের সূত্র থেকে জানতে পেরেছে যে, বর্তমানের প্রবনতা অব্যাহত থাকলে,ভ্যাক্সিন দেওয়া চলতে থাকলেও অন্টারিওতে প্রতিদিন ১৮,০০০ নতুন সংক্রমণ দেখতে হতে পারে। নতুন মডেলিংয়ে বিস্তারিত দেখাচ্ছে যে,পাব্লিক হেলথ অতিরিক্ত ব্যবস্থা গ্রহন করলে হয়ত এই সংক্রমণ দৈনিক ১০,০০০ এ নেমে আসবে।
তবে সংক্রমণের এই হার কমানোর জন্য সেই বিধিনিষেধ আরোপ আরো কঠিন এবং কঠোর হতে হবে। সূত্রমতে, মডেলিং আরো দেখাচ্ছে যে, মে মাসের শেষ দিকে ইন্টেনসিভ কেয়ারে গড়পড়তা রোগী থাকবে ১৮০০ জন। দুই সপ্তাহ আগে দেওয়া প্রজেক্টশন ফোরকাস্ট করেছিল এপ্রিলের শেষে প্রতিদিন ১২,০০০ নতুন সংক্রমণ দেখা যাবে এবং আইসিইউতে ৮০০-১০০০ রোগী থাকবে।
অন্টারিও কেবিনেট নিন্মক্ত প্রস্তাবগুলি বিবেচনা করছে যা এখনো সরকারীভাবে অনুমোদন লাভ করে নি।
• সব ধরনের নন-এসেনশিয়াল রিটেইল বন্ধ করে দেওয়া, কোন রকম কার্বসাইড ডেলিভারি থাকবে না
• রিটেইলের অপারেশন আওয়ার আরো সীমিত করে দেওয়া
• কার্বসাইড পিকআপ সীমিত করা( শুধুমাত্র নন-এসেনশিয়াল রিটেইলকে ডেলিভারির পারমিট দেওয়া)
• স্বাস্থ্য, খাদ্য অথবা অটোমেটিভের সাথে সম্পর্কিত নয় এমন সব নন-এসেনশিয়াল নির্মাণ, ওয়ারহাউজ এবং উৎপাদন বন্ধ করে দেওয়া
• একই হাউজহোল্ডে নন ফ্যামিলি মেম্বারদের সাথে আউটডোরে মেলামেশা নিষিদ্ধ করা
• ইন্ডোর ইভেন্ট,যেমন প্রার্থনার স্থান,বিয়ে এবং শেষকৃত্যের ক্যাপাসিটি আরো কমিয়ে আনা
• জরিমানা আরো বৃদ্ধি করা, পুলিশের ক্ষমতা আরো বাড়ানো