মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে শুক্রবার দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। করোনা মহামারিকালে নির্মাণের ঠিকাদাররা নির্মাণ চুক্তি পাওয়ার জন্য মুহিউদ্দিনের বারসাতু পার্টির অ্যাকাউন্টে অর্থ জমা করেছিল বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে মুহিউদ্দিন বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনে (এমএসিসি) গিয়েছিলেন।
এমএসিসি প্রধান আজম বাকি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার আদালতে হাজির হবেন।
মুহিউদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্যবস্তু।
অভিযোগের বিষয়ে এমএসিসির আরও দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।
২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হাত ধরে ক্ষমতায় আসেন মুহিউদ্দিন। পরবর্তীতে তিনি মাহাথিরের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেন। এর ফলে জোট থেকে থেকেহ বের হয়ে যান মাহাথির। ২০২০ সালে বিরোধী দলের সহযোগিতায় প্রধানমন্ত্রী হন মুহিউদ্দিন। কিন্তু ২০২১ সালে আনোয়ার ইব্রাহিমের কাছে নির্বাচনে পরাজিত হন তিনি।