ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
শুক্রবার (২০ আগস্ট) সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।
দ্য স্টার জানায়, মালয়েশীয় রাজার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং করোনা মোকাবিলায় সরকারের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ।
শনিবার (২১ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইসমাইল সাবরি। এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন ইসমাইল সাবরি। ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন।
গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।