মহামারি করোনাভাইরাসের সংক্রমণে খারাপ অবস্থার মধ্যে আছে মালয়েশিয়া। দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে সংক্রমণও।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২ আগস্ট) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ২১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে আর কখনও এত মানুষের মৃত্যু হয়নি। খবর শিনহুয়ার।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৪০৩ জন করোনায় মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আব্দুল্লাহ বলেছেন, গেল ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন বিদেশ থেকে এসেছেন। আর বাকি ১৫ হাজার ৭৫৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে দেশটিতে ১১ লাখ ৪৬ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। একদিনে ১১ হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে বলেও জানান হিশাম আব্দুল্লাহ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আরও জানান, এ পর্যন্ত ৯ লাখ ৩৭ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছে। তিনি জানান, বাকি ১ লাখ ৯৯ হাজার ৫১ জন সক্রিয় রোগীর মধ্যে ১ হাজার ৬৩ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। আর ৫৩২ জনের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা লাগছে।