মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬-এ পৌঁছেছে। শনিবার দেশটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
গত সপ্তাহে টানা দুদিনের বৃষ্টিতে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যের শহর পানিতে তলিয়ে যায় এবং প্রধান প্রধান সড়কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া হঠাৎ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে রাখা সেলাঙ্গর রাজ্য।
পুলিশের মহাপরিদর্শক অ্যাক্রিল সানি আব্দুল্লাহ সানি জানিয়েছেন, আরো মৃতদেহ উদ্ধার হচ্ছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৬-এ পৌঁছেছে। হতাহতদের অধিকাংশ সেলাঙ্গর ও পাহাং রাজ্যের।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছে। আমরা আশা করছি শিগগিরই তাদের খোঁজ পাওয়া যাবে।’
সানি জানান, সাতটি রাজ্যের তিন শতাধিক আশ্রয়কেন্দ্রে এখনও ৫৪ হাজার ৫৩২ জন মানুষ রয়েছেন। বন্যার কারণে ৬৮টি সড়ক এখনও বন্ধ রয়েছে।