মালয়েশিয়ায় আটক বাংলাদেশের সাবেক হাই কমিশনার খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে আদালত।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল এমন তথ্য জানিয়েছে।
খায়রুজ্জামানের আইনজীবী এনজিও চৌ ইং, স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর পুত্রজায়া থেকে খায়রুজ্জামানকে মুক্তি দেওয়া হয়।
তিনি জানান, আদালতে জানানো হয়েছে যে, খায়রুজ্জামান রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং তার কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার শরণার্থী কার্ড রয়েছে। এছাড়া খায়রুজ্জামান কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি।
গত সপ্তাহে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের আমপাং থেকে খায়রুজ্জামানকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পান। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে দেশে ফিরতে বলা হয়। তখন থেকেই তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন।