ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে কঠিন এক নির্দেশ দিয়েছেন। যারা মাস্ক পরবেন না কিংবা নিয়ম মাফিক মাস্ক ব্যবহার করবে না তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
কিন্তু মজার বিষয় হলো, যে বৈঠকে দুতের্তে এই নির্দেশ দিয়েছেন সেখানেই তিনি মাস্ক পরা ছিলেন না।
চলতি সপ্তাহে কোভিড-১৯ টাস্কফোর্সের বৈঠকে দুতের্তে বলেছেন, ‘পুলিশের প্রতি আমার নির্দেশ হচ্ছে, যারা ঠিকমতো মাস্ক পরছে না তাদের আটক করুন, গ্রেপ্তার করুন, তদন্ত করুন কেন তারা এমন করছে।’
যারা নাকের নিচে মাস্ক পরবেন তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
ওই বৈঠকের ভিডিওতে দেখা গেছে, অংশগ্রহণকারী সবার মুখেই মাস্ক ছিল। কিন্তু একমাত্র প্রেসিডেন্টই ছিলেন মাস্কবিহীন।
প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রক জানিয়েছেন, যারা মাস্ক পরবে না তাদেরকে বিনাবিচারে ১২ ঘণ্টা আটক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।