মৃত্যুর ৪০ দিন পর মাহসা আমিনির কবরের পাশে জড়ো হয়েছেন ইরানের হিজাববিরোধী বিক্ষোভকারীরা। বুধবার কুর্দিস্তান প্রদেশের সাক্কেজে আমিনির নিজের গ্রামে তারা জড়ো হন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, অর্ধশতাধিক নারী ও পুরুষ ‘নারী, জীবন, স্বাধীনতা’ এবং ‘স্বৈরশাসক নিপাত যাক’ স্লোগান দিয়েছে।
হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ ২২ বছরের মাহসা আমিনিকে গত মাসে গ্রেপ্তার করেছিল। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় সময় বুধবার সকালে পুলিশের সতর্কতা সত্ত্বেও আমিনির কবরের পাশে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। এদিন ছিল আমিনির মৃত্যুর ৪০তম দিন। ঐতিহ্যগতভাবে ইরানে কারও মৃত্যুর ৪০ দিন পর শোক প্রকাশ শেষ হয়।
হিনগাও অধিকার গ্রুপ নামের একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে। তাতে দেখা গেছে, কবরস্থানে রাতভর বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিল।