পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের মা মারা গেছেন। শনিবার দিবাগত রাতে এক ঘোষণায় এই দুঃসংবাদ দিয়েছেন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাতে শোয়েবের মা হামিদা আওয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচানো যায়নি।
টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু, আল্লাহ তায়ালার ইচ্ছায় তিনি জান্নাতের উদ্দেশে রওনা হয়েছেন।’ ওই টুইটেই সাবেক পেসার জানান, রোববার বাদ আসর ইসলামাবাদের এইচ-৮ সেক্টরে জানাজা হবে।
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে দ্রুতগতির ও বিধ্বংসী বোলারদের একজন হিসেবে পরিচিত শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি গতির বলের রেকর্ড তার দখলে, ২০০২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বল করেন।
২২৪টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের জার্সিতে খেলেছেন তিনি। ৪৬ টেস্ট, ১৬২ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯ উইকেট নেন।