নরেশ মধু
ডারুইনকে ঘিরে বাদানুবাদের মধ্যে
আমরা ভুলতে বসেছি
বানরকে নরের পিতামহ বলা হয়নি
শুধমাত্র জ্ঞাতির স্থান দেয়া হয়েছে
মানুষ ও বনমানুষের শাখা সম্পূর্ন ভিন্ন
জীব কুলের ক্রমবিকাশ
সরল স্তম্ভের মত নয়
বহু শাখাযুক্ত তরুর সাথে তুলনা করা চলে
সভ্যতা এবং সভ্যতা পূরবর্তী দুটো ভিন্ন
পথ এবং হেটে হেটে সভ্যতার সিড়ি পেড়িয়ে
একটু দুরো কোথাও—
অরণ্য, সমুদ্র তুষারের সারি
চাপা পড়ে যাওয়া বিপন্ন পশু পাখি
নবপ্রস্তর বিপ্লবের প্রথম প্রহর
আবিষ্কার মানুষের জীবন অনেক সহজ করে
আবার বিপন্ন করে তুলছে
ভূগর্ভের বিস্মৃতির অন্ধকারে
আদিম সভ্যতায় ঝলসে যাওয়া
কফিনে বার বার ফিরে আসে
পোড়া মাটির গন্ধ
মিছিলে মিছিলে নগর সভ্যতা
হারিয়ে যায় কোথাও
বিপন্ন পশু পাখিরা খুজে ফিরে
কাচা বাসা।দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে
অবসাদের মাতলামি
চারিদেক মাতাল বাতাস
উড়ো উড়ো সব উনুনের হাড়ি
হাতে সব খুন্তি কড়াই
গণ মানুষের মিছিলে দাড়াক সবাই