মিত্র খুঁজতে আফ্রিকায় সফর শুরু করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার তার এই সফর শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় মিত্র হারিয়েছে মস্কো। এমনকি নিষেধাজ্ঞার কারণে পশ্চিমাদের মিত্র দেশগুলোও রাশিয়ার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে।
রোববার রাজধানী কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সঙ্গে বৈঠক করেছেন ল্যাভরভ। মিশরের রাশিয়ার সাথে উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। মিশরকে নিয়মিত গম ও অস্ত্র সরবরাহ করে রাশিয়া।
শোকরির সাথে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ‘এটি কী এবং কার পরিণতি হবে’ বুঝতে পারলেও সংঘাতকে দীর্ঘায়িত করছে।
তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই বিস্তৃত ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার বিরুদ্ধে নই, তবে এটি আমাদের উপর নির্ভর করে না, কারণ ইউক্রেনীয় কর্তৃপক্ষ – প্রেসিডেন্ট থেকে শুরু করে তার অসংখ্য উপদেষ্টা পর্যন্ত – বারবার বলেছে যুদ্ধের ময়দানে ইউক্রেন রাশিয়াকে পরাজিত না করা পর্যন্ত আলোচনা হবে না।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘ ইউক্রেনীয়রা তাদের পশ্চিমা সমর্থকদের মাধ্যমে সক্রিয়ভাবে উত্সাহিত হচ্ছে, চাই সেটা লন্ডন, ওয়াশিংটন, বার্লিন বা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর রাজধানী হোক। সেটাই পছন্দ তাদের।’
মিশর সফর শেষ করে ল্যাভরভ ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো-ব্রাজাভিলে যাবেন।