এসি মিলানের দুই ফুটবলার জিয়ানলুইজি দোনারুমা ও জেনস পিটার হগের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। একই সঙ্গে সিনিয়র দলের তিনজন স্টাফও এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
মিলান সোমবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, ‘গতকাল সন্ধ্যায় লালার নমুনা পরীক্ষার ফল এসেছে এসি মিলানের হাতে। তাতে গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা, উইঙ্গার জেন্স পিটার হগ ও আরো তিনজন স্টাফের করোনা পজিটিভ হয়েছে।’
তাদের কারও মধ্যে করোনার উপসর্গ নেই বলে নিশ্চিত করা হয়েছে ওই বিবৃতিতে। ফল পাওয়ার পরপর তাদের বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে তা অবগত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অন্য খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করা হয়, তাতে কারও পজিটিভ ফল আসেনি।
সিরি ‘আ’য় দুর্দান্ত ফর্মে থাকা মিলানের জন্য করোনার থাবা বড় ধাক্কা। এই মৌসুমে চার ম্যাচ খেলে সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সোমবার রোমার বিপক্ষে ম্যাচের আগে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মহামারির শিকার হলেন।