মহামারি করোনাভাইরাসের বিপর্যস্ত মিয়ানমারকে মানবিক সহায়তা হিসেবে ৫ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১০ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে থাইল্যান্ডকেও ৫০ লাখ ডলার দেওয়া হবে। মিয়ানমারে সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালানো মানুষদের যেসব দাতব্য সংস্থা স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়ণ ও পানি সরবরাহ করছে তাদেরকেই ৫ কোটি ডলার দেওয়া হবে।
তিনি বলেন, ‘এই তহবিল ক্রমবর্ধমান মানবিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া হচ্ছে এবং থাইল্যান্ড ও বার্মার মানুষদের জীবনে কোভিড-১৯ এর প্রভাব হ্রাসে সাহায্য করবে।’
গত পয়লা ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে হাজারো মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়েছে। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এছাড়া অভ্যুত্থানের ছয় মাসের মাথায় দেশটির অর্থনীতিতে ধস নেমেছে।