মিয়ানমারে ভূমিধসে অন্তত এক জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ৭০ জন।
স্থানীয় সময় বুধবার রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, কাচিন রাজ্যের হপাকান্ত এলাকার একটি মূল্যবান পাথর খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতা চলছে। ধারণা করা হচ্ছে, হতাহত বা নিখোঁজরা সবাই অবৈধ শ্রমিক ছিল। লরি থেকে ফেলা বর্জ্য উপচে পড়ার কারণে ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে। খনি থেকে উত্তোলিত বর্জ্যের স্তুপগুলো বিপজ্জনক পর্যায়ের উঁচু হয়। এখানে শ্রমিকদের আধামূল্যবান পাথর খুঁজতে বাধ্য করা হয়।
হপকান্তে জেড পাথরের খনি খননে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে স্থানীয়রা প্রায়ই এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে থাকেন।