মিয়ানমারের সেনাবাহিনী এবার দেশটির মসজিদে ঢুকে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির মান্ডাল রাজ্যের মহা অংমায়া শহরতলীতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে।
সেনাবাহিনীর গুলিতে কো হতেত নামে ২৮ বছরের এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুজন।
মিয়ানমার নাউ জানিয়েছে, কো হতেত ও কয়েক জন সাহরি খাওয়ার পর শহরের সুলে মসজিদে ঘুমিয়েছিল। স্থানীয় সময় সকাল ১০টা সেনাবাহিনী মসজিদের ভেতরে হামলা চালায়। ঝড়ো গতিতে প্রবেশের পরপর তারা গুলি চালাতে শুরু করে। কো হতেতের বুকে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, কো হতেত একটি গাড়ি সারাইয়ের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।
মসজিদের ভেতর থেকে অন্তত পাঁচ জনকে আটক করে নিয়ে গেছে সেনারা। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু-কিশোর রয়েছে। এরাও মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।
এদিকে, একই দিন শহরে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে।