মিয়ানমারে প্রায় দুই মাসের বিক্ষোভে মৃত্যুর সংখ্যার ৫৫০ ছাড়িয়েছে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এ তথ্য জানিয়েছে।
রোববার (৪ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সিএনএন সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়ার কয়েক মিনিটের মাথায় মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ৫ জনসহ কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনীরা। সিএনএন টিম ইয়াঙ্গুনের ইনসেইন জনপদে ‘টেন মাইলস’ বাজার পরিদর্শন করেছিল, যেখানে তারা স্থানীয় কিছু বাসিন্দার সাক্ষাৎকার নেওয়ার পর সিএনএন টিমের চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে একদল বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীরা গ্রেপ্তার করে।
মিয়ানমারে স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্র-মানবাধিকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।