গেল ১ ফেব্রুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখলের পর মিয়ানমারে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন জান্তা সরকারের মেয়াদকাল প্রায় চার মাস অতিক্রম করতে চলেছে। কিন্তু সেখানে এখনো সহিংসতা থামেনি। দেশটিতে নিরাপত্তা বাহিনীর অত্যাচারে আরো এক নারীর মৃত্যু হয়েছে।
এই সহিংসতায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৮২৮ জনে।
বৃহস্পতিবার স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা আনাদোলু।
গতকাল বুধবার মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের জন্য সহায়তা সমিতি (এএপিপি) জানিয়েছে, মঙ্গলবার রাতে ম্যাগওয়ে অঞ্চলের সালিন টাউনশিপের তাও সেন্ট গ্রামে জান্তা সরকারের সৈন্যদের দ্বারা এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, স্থানীয় স্কুলের গেইট ও দেওয়ালে সামরিক শাসনের অধীনে শিক্ষা ব্যবস্থার বিপক্ষে স্লোগান লিখেন বাসিন্দারা। এরপরই প্রায় ৭০ সেনা ও পুলিশ বাহিনী গ্রামটিতে হামলা চালায়। এতে ২৪ বছর বয়সী সাং হ্নিন হমন নামের এক তরুণী নিহত হয়েছেন। তার ছয় বছর বয়সী এক কন্যা সন্তানও আছে।
এএপিপি জানিয়েছে, মিয়ানমারে বর্তমানে সর্বমোট ৪ হাজার ৩৩০ জন নাগরিক জান্তা সরকারের অধীনে বন্দি। এদের মধ্যে ১০২ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন।