তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন সৌদি আরবের সেই প্রখ্যাত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল।সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পক্ষে আন্দোলন করেছিলেন লুজাইন আল-হাতলুল।দশকের পর দশক ধরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নারীর অধিকার নিয়ে সোচ্চার লুজাইনের আন্দোলন বিফলে যায়নি। ২০১৮ সালে সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অধিকার মেলে।
ওই মানবাধিকার কর্মীর বোন লিনা এক টুইট বার্তায় বলেন, এক হাজার এক দিন পর ছাড়া পেয়ে লুজাইন আল-হাতুলুল বাড়িতে।রিয়াদের এক বিচারকের অনুমোদনের পর বুধবার বিকেলে কারাগার থেকে ছাড়া পান তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, বেশ কিছু শর্তের অধীনে মুক্তি পেয়েছেন লুজাইন আল হাতলুল। এসব শর্তের মধ্যে রয়েছে কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না এবং সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে তার কারাদণ্ড পুনর্বহাল করা হতে পারে।