মুম্বাইয়ের একটি ৪ তলা ভবন ধসে ২ জন নিহতের খবর জানালো এনডিটিভি। তাৎক্ষণিক ৫ জনকে উদ্ধার করা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে ৫০-৬০ জন আটকা পড়ার আশঙ্কা। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুম্বাইয়ের ডোংরি এলাকার ট্যান্ডেল স্ট্রিটে কেশরবাঈ নামে ৪ তলা একটি বাড়ির একাংশ ধসে পড়ে। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার সময় ওই বাড়িটিতে ৪০ থেকে ৫০ জন ছিলেন। তারা সকলেই ওই ধ্বংস্তূপে আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ফলে, বড়সড় ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তারা।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। আটকে পড়া বহুতলের বাসিন্দাদের নিরাপদে বাইরে বার করে আনতে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও।
নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। এর আগেও একাধিক বার বহুতল ধসে পড়ে দেশের বাণিজ্য নগরীতে। ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনাও।