মেক্সিকোতে বন্দুক হামলায় একটি শহরের মেয়রসহ ১৮ জন নিহত হয়েছে। দক্ষিণ মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মেক্সিকান দৈনিক এল ইউনিভার্সাল।
রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, নিহতদের মধ্যে শহরের মেয়র কনরাডো মেন্ডোজা এবং তার বাবা জুয়ান রয়েছেন।
এল ইউনিভার্সাল জানিয়েছে, বন্দুকধারীরা মেয়রকে হত্যার লক্ষ্যে ভবনের ভেতরে সমন্বিত সিরিজ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা লস টেকুইলেরোস নামে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।