সম্পর্ক ডেস্ক: মেক্সিকোতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার। মঙ্গলবার দেশটির ভূতাত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, দেশের দক্ষিণের রাজ্য ওয়াক্সাকাতে স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রাজ্য থেকে ৪০০ মাইলের বেশি দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও কম্পন অনুভূত হয়েছে। শহরের ভবনগুলো কেঁপে উঠলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।
মেক্সিকোর সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১৭ সালে মেক্সিকো সিটিতে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে তিন শতাধিক মানুষ নিহত হয়।