রেজাউল ইসলাম: এই প্রথম হাসপাতালের বাইরে মেন্ট্রো টরন্টো কনভেশন সেন্টারে আজ থেকে শুরু হতে যাচ্ছে mass immunization program।
প্রতিদিন ২৫০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে সেন্টারটি প্রাথমিক অবস্থায় সাধারণ জনগনের জন্য উন্মুক্ত থাকবে না।
প্রথমে হেলথ কেয়ার সেক্টরের ফ্রন্ট লাইন কর্মীদের এবং সেল্টারে কর্মরত সবচেয়ে স্বাস্থ্যঝুঁকিতে থাকা কর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এই সেন্টারে প্রতিটি টেবিলের সামনে ৬ ফুট দূরত্ব বজায় রেখে এই ভ্যাকসিন দেওয়া হবে । গোটা অন্টারিও জুড়ে এমন mass immunization সেন্টার আরো খোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ফাইজার কোম্পানি রপ্তানিতে সাময়িক স্থগিতাদেশ দেওয়ায় mass immunization কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে। আশা করা যায় পর্যাপ্ত ভ্যাকসিন কানাডাতে পৌঁছানোর পর এই সেন্টারে পর্যায়ক্রমে সাধারণ নাগরিকরাও বুকিংয়ের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাবে তারা।