প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানো লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ঘরের ছেলেকে আবার ঘরে ফেরাতে বদ্ধপরিকর তারা।
তাকে দলে ভেড়াতে ইতোমধ্যে আর্থিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। আসন্ন গ্রীষ্মের দল বদল মৌসুমেই মেসিকে ঘরে ফেরাবে বার্সা।
মেসিকে পেতে তারা লা লিগা কর্তৃপক্ষের কাছে নতুন করে আবেদন করতেই থাকবে। তাদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে মেসির জন্য প্রস্তাব দিবে কাতালানরা।
পিএসজির সঙ্গে জুনে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। কিন্তু তার সঙ্গে এখনো চুক্তির মেয়াদ বাড়ায়নি ফ্রান্সের ক্লাবটি। অবশ্য ভবিষ্যত নিয়ে মোটেও চিন্তিত নন মেসি। চুক্তির মেয়াদ পিএসজি না বাড়ালেও তিনি বেশ নির্ভার আছেন।
জানা, গেছে তিনি মূলত বার্সেলোনার কাছে থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছেন। আর্থিক বিষয়টি এবার তিনি বিবেচনায় রাখছেন না। তিনি মূলত বার্সায় ফিরতে চাচ্ছেন। সেক্ষেত্রে যেকোনো প্রস্তাবেই রাজি হয়ে যেতে পারেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।