বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। পিএসজিতে এখনো তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি।
এদিকে সম্প্রতি বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার পর জোর গুঞ্জন উঠেছে মেসি আবার ফিরতে পারেন ন্যু ক্যাম্পে। তার আগেই মেসির সম্মানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।
হোর্হে মেসির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা বলেছেন, ‘আমরা (হোর্হে মেসি ও লাপোর্তা) একে-অপরের সঙ্গে সাক্ষাৎ করেছি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতায় আমি তাকে (মেসিকে) অভিনন্দন জানিয়েছি। আমরা মেসির সম্মানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করার বিষয়ে আলোচনা করেছি। কারণ, বার্সেলোনার প্রতি মেসির আলাদা একটা টান ও আবেগ রয়েছে।’
তবে মেসির বার্সেলোনায় ফেরার বিষয়টি নিশ্চিত করে বলেননি তিনি, ‘সে এখন পিএসজির হয়ে খেলছে। এই মুহূর্তে সে বার্সেলোনায় আসবে কি আসবে না সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আসলে মেসির বিষয়টা টাকার সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা তার সম্মানার্থে একটি ম্যাচ আয়োজনের বিষয়ে কথা বলছি।’
অবশ্য লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক খুব একটা ভালো নয়। সেটা দুই বছর আগ থেকেই। এখনো সেটার পরিবর্তন হয়নি। কারণ, ফিফা দ্য বেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাপোর্তার সঙ্গে প্যারিসে দেখা হলেও কোনো কথা বলেননি তিনি।
কেন তিনি মেসিকে বার্সেলোনা থেকে চলে যেতে দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে লাপোর্তা বলেছেন, ‘মেসি বার্সেলোনা ছেড়ে যাবে সেটা আমিও চাইনি। কিন্তু আমার হাতে আর কোনো বিকল্প ছিল না। কারণ, ক্লাব সবার আগে। তার চলে যাওয়ার ঘটনা এখনো আমাকে ব্যথিত করে।’