আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের এক মাসের মাথায় দেশটির মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান। তবে শ্রেণিকক্ষে মেয়ে শিক্ষার্থীদের আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিবিসি এমন তথ্য জানিয়েছে।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, স্কুলে ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের যোগ দিতে বলা হয়েছে। তবে মেয়ে শিক্ষার্থীদের জন্য তারা শিগগিরই পৃথক স্কুল চালু করবে।
শনিবার জারি করা এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘সব পুরুষ শিক্ষক ও ছাত্রদের উচিত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়া।’
পরে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদমাধ্যম বাখতার নিউজ এজেন্সিকে বলেছেন,‘শিগগিরই মেয়েদের স্কুল খুলবে। কর্মকর্তারা এর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।’
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তালেবান। তবে এবার ক্ষমতায় আসার পর গোষ্ঠীটি জানিয়েছে, তারা নারী শিক্ষা বন্ধ করবে না, তবে নারীদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থা করবে।