সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাব কিছুটা কমতে শুরু করেছে জার্মানিতে। তাই চলমান লকডাউন শিথিল করে মে মাসেই সব স্কুল এবং দোকন-পাট খুলে দিচ্ছে দেশটিতে।
দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বিভিন্ন রাজ্যের গভর্নরের এক বৈঠকের পর এ বিষয়ে একটি খসড়া চুক্তি হয়েছে।
জার্মানিতে লকডাউন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। জার্মানিতে করোনাভাইরাস বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার। তবে ওই খসড়া চুক্তি অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে চলমান লকডাউন মে মাসেই তুলে নেওয়া হতে পারে।
নথিতে বলা হয়েছে যে, নতুন করে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। ফলে দেশজুড়ে কড়াকড়ি শিথিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে কি-না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
এদিকে, মঙ্গলবার ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে আরো ৮৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ফলে দেশটিতে এখন পর্যন্ত মহামারি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭ জন। মারা গেছে ৬ হাজার ৯৯৩ জন। সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩৭ হাজার ৪০০ জন।