সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা হয়েছিল বলে দেশটির কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠেছিল এবং বড় ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা গেছে। বিস্ফোরণের পরপর গুলির শব্দ পাওয়া গেছে।
পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আটটি মৃতদেহ গুনেছি এবং আহত ১৭ জনের মধ্যে ১৩ জন শিক্ষার্থী ছিল।’ বিস্ফোরক বোঝাই একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের বহরকে হামলার লক্ষ্য বানিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
হামলায় হতাহতদের মধ্যে জাতিসংঘের কোনো কর্মী রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে জাতিসংঘের কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।