পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্ষেপেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর।
বাঁকুড়ার এক জনসভায় মমতা বলেছেন, ‘নরেন্দ্র মোদির মতো মিথ্যাবাদী দেখিনি। খালি মিথ্যা কথা বলে। ভোটের আগে শুধু বড় বড় কথা। এই করে দেব, সেই করে দেব। আরে তোমরা তো বলেছিলে ১৫ লাখ করে টাকা দেব। দিয়েছ? দাওনি। ১৫ লাখ টাকা নাই, বিজেপিরও ভোট নাই।’
বাংলার ভোট প্রচারে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছেন মোদি এবং অমিত শাহ। বুধবার বিজেপির বিরুদ্ধে পাল্টা সিন্ডিকেট প্রসঙ্গে তোপ দাগলেন মমতা।
বিষ্ণুপুরের সভা থেকে মমতা বলেন, ‘নরেন্দ্র মোদির তিনটি সিন্ডিকেট। একটা নরেন্দ্র মোদি, একটা অমিত শাহ আর একটা আদানি। সব ওরা খাবে আর কেউ খাবে না।’
গ্যাসের দাম নিয়ে এদিনও বিজেপির সমালোচনা করেন মমতা।
তার কথায়, ‘আমরা বিনা পয়সায় খাদ্য দেব আর রান্নার গ্যাসের দাম ৯০০ টাকা? ৯০০ টাকা দিয়ে ভাত ফোটাবেন নাকি বিজেপিকে ফোটাবেন।’
বামেদের সমালোচনা করতে ছাড়েননি দিদি। সিপিএমসহ বামেদের বক্তব্য, বাংলায় বিজেপির জমি তৈরি করে দিয়েছে তৃণমূলই। শুধু বামেরা কেন, কংগ্রেস নেতাদেরও একই বক্তব্য।
মমতা বলেন, ‘সিপিএম হাতে করে বিজেপিকে এনেছে। আর আমাদের দু’একটা গদ্দার গেছে। হাজার হাজার কোটি টাকা করেছে। সেই টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আমরা বলেছি চাই না, যাও গেট আউট।’