ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদল করলেন।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হয়েছে তারুণ্যকে। নতুন মোদির মন্ত্রিসসভার সদস্য এখন ৭৭। এদের ৩৬ জনই নতুন। এছাড়া পদোন্নতি হয়েছে আরো সাত মন্ত্রীর।
এর আগে বুধবার বিকেল নাগাদ মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ১২ মন্ত্রী। এদের মধ্যে হাইপ্রোফাইলের ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকর এবং আইন ও বিদ্যুৎমন্ত্রী রবি শংকর প্রসাদ।