প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত মোনালিসার পেইন্টিংয়ে হামলাকারীকে (৩৬) আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মে) আটকের পর দুষ্কৃতিকারীকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র আল জাজিরা।
এর আগে, গত রোববার (২৯ মে) ওই হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পরচুলা ও লিপস্টিক পরা এক যুবক হুইলচেয়ারে জাদুঘরে এসে মোনালিসার পেইন্টিংয়ে হামলা চালান। তবে বুলেটপ্রুফ কাচের কারণে তেমন কোনো ক্ষতি হয়নি। পরে সেই কাচ ভাঙার চেষ্টাও করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপরাধী পরচুলা পরেছিল। প্রথমে সে ডিসপ্লে নষ্ট করার চেষ্টা করে। কিন্তু বুলেটপ্রুফ কাঁচ হওয়াতে তা পারেননি। পরে কাঁচের উপরে কেক লেপে দেন তিনি। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে হামলাকারীকে মাটিতে চেপে ধরেন।