ময়মনসিংহের নান্দাইলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে শিক্ষক শফিকুল ইসলামকে (৪৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নান্দাইল পৌর শহরের বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেনকে (১১) পড়া না পাড়ায় লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন শিক্ষক শফিকুল ইসলাম। সাব্বির পৌর শহরের কাটলিপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে। শিক্ষক শফিকুলের পিটুনিতে সাব্বিরের মাথা থেকে পা পর্যন্ত লালচে ফোলা দাগ হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘সাব্বিরের বাবা বিষয়টি জানালে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে বেতসহ আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রোকনউদ্দীন আহামেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলী ছিদ্দিক প্রমুখ।