সম্পর্ক ডেস্ক:- ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের একটি হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।রোববার লন্ডনের সেন্ট থমাস হাসপাতাল থেকে স্থানীয় সময় সকালের দিকে বরিস জনসন ছাড় পেয়েছেন বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।
১০ নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন,প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি ঘটায় চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন।
চিকিৎসকদের পরার্মশ অনুযায়ী তিনি এখনই কাজে ফিরবেন না,"বিবৃতিতে বলা হয়েছে।" তিনি হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত ২৭ মার্চ ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন। কয়েকদিন স্বেচ্ছা আইসোলেশনে থাকাকালীন অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে বরিস জনসনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
যুক্তরাজ্যে করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪,২৭৯ জন আর মৃত্যুর সংখ্যা ১০,৬১২ জন।দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুই সপ্তাহের প্রত্যেকদিন ব্রিটেনে গড়ে এক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.