যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বাড়তে শুরু করেছে। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) এ তথ্য জানিয়েছে।
খাদ্য খরচ, বিশেষ করে রুটি, খাদ্যশস্য এবং মাংস, আরোহণের জন্য দাম ৪০ বছরের জন্য তাদের দ্রুততম হারে বৃদ্ধি অব্যাহত রয়েছে।
যুক্তরাজ্যের মে মাস পর্যন্ত গত ১২ মাসে মুদ্রাস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে এই হার ছিল ৯ শতাংশ।
ওএনএস জানিয়েছে, জ্বালানির দাম হল মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় চালক। খাদ্যের দাম এটিকে আরও বাড়িয়ে দিয়েছে।
মুদ্রাস্ফীতির বর্তমান হার ১৯৮২ সালের মার্চের পর সর্বোচ্চ। ব্যাংক অব ইংল্যান্ড সতর্ক করে দিয়ে জানিয়েছে, চলতি বছর এটি ১১ শতাংশে পৌঁছাবে।
জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় এপ্রিল মাসে পরিবারগুলোর ব্যয় ৭০০ পাউন্ড বেড়েছে। চলতি মাসে জ্বালানির দাম আরেক দফায় বৃদ্ধির অর্থ হচ্ছে পরিবারগুলোকে গাড়িতে জ্বালানি ভরতে আরও ১০০ পাউন্ড বেশি খরচ করতে হবে।