বর্তমানে মহামারি করোনাভাইরাসের নতুন রূপটিতে বিপর্যস্ত যুক্তরাজ্য।নতুন রূপটিতে করোনায় আক্রান্তের সঙ্গে মৃতের সংখ্যাও ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখের বেশি মানুষ।
বর্তমানে করোনার টিকা কার্যক্রমের প্রভাব পুরোপুরি শুরুর আগে আরো প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই সব তথ্য জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ব্রিটেনে পঞ্চম স্থানে রয়েছে এই মুহূর্তে। দেশটিতে শুধুমাত্র মঙ্গলবারেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৩১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি।
দেশটিতে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বেসামরিক নাগরিকদের চেয়ে ছাড়িয়ে গেছে ইতিমধ্যে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, মৃতের এই পরিসংখ্যানের মধ্যে যে গভীর দুঃখ রয়েছে তা পরিমাপ করা কঠিন। অনেক পরিবার শেষ বিদায় জানানোর সুযোগটুকুও পাচ্ছেন না।