ব্রিটিশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার এই নির্দেশ জারি করেছে ফ্রান্স।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ফ্রান্স শনিবার সকাল থেকে ‘আবশ্যক কারণ’ ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণ এবং যুক্তরাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ করছে। তবে ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতা বর্হিভূত।
যুক্তরাজ্যে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। বুধবার দেশটিতে এক দিনে ৭৮ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে এটাই সর্বোচ্চ রেকর্ড।