আমেরিকায় মহামারি করোনাভাইরাস শুরুর ৯ মাস পর গত সপ্তাহটি ছিল সবচেয়ে ক্ষতিকর। দেশটিতে এই সময়ে প্রতিদিন আক্রান্তের গড় ছিল প্রায় দুই লাখ।
শুক্রবার যুক্তরাষ্ট্রে নতুন করে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এর আগের দিন অর্থাৎ এই সংখ্যা ছিল ২ লাখ ১৭ হাজার ৬৬৪ জন। গত সপ্তাহে দৈনন্দিন সংক্রমণের কয়েকটি রেকর্ড হয়েছে। শুক্রবারেরটি ছিল সর্বশেষ।
জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির প্রবীণ গবেষক ক্যাইটলিন রিভার্স বলেন, ‘এই সংখ্যাটা একটি আশ্চর্যজনক সংখ্যা। আমরা সত্যিকারার্থে এই প্রবল ঢেউয়ের মাঝামাঝি আছি এবং আমি মনে করি এই মহামারির মধ্যে আমরা দিনের পর দিন পার করায় এটি কতটা ব্যাপক ও গভীর শোকাবহ তা সহজেই চোখের আড়ালে চলে যাচ্ছে।’
ক্যালিফোর্নিয়া থেকে কানসাস, ম্যাসাচুসেটস থেকে ফ্লোরিডা পর্যন্ত সব জায়গায় চিকিৎসক, নার্স, অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিষ্ঠান ও ফুড ব্যাংকগুলোর আয়োজকরা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মাসের পর মাস করোনার বিরুদ্ধে লড়াই করে তারা এখন হতাশ ও বিপর্যস্ত। তবে তাদের আশঙ্কা সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও হয়তো আসেনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই শীত মৌসুম যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় হবে।