চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুদ্ধে কারো স্বার্থ নেই। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক দায়দায়িত্ব কাঁধে নেওয়া। শুক্রবার টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি এ কথা বলেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই যুদ্ধে সরব না হলেও নীরবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে চীন। বেইজিংকে পশ্চিমাদের পক্ষে টানতে শুক্রবার প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন।
চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বাইডেনকে জিনপিং বলেছেন, ‘রাষ্ট্র থেকে রাষ্ট্র সম্পর্ক সামরিক শত্রুতার পর্যায়ে যেতে পারে না।’
তিনি বলেছেন, ‘শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নেওয়া।’ শিকে উদ্ধৃত করা হয়েছে, সেইসাথে ঘোষণা করা হয়েছে যে”
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে জিনপিং রুশ প্রেসিডেন্ট পুতিনের কোনো সমালোচনা করেছেন কিনা তা জানা যায়নি। তবে বাইডেন আশা প্রকাশ করেছেন যে, জিনপিং যেন অন্ততপক্ষে রাশিয়াকে কোনো ধরনের আর্থিক সহায়তা না দেন।