টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু বা প্রত্যাশিত আয়ু কমেছে। বুধবার প্রকাশিত একটি সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২০ সালে মার্কিনিদের যে গড় আয়ু ছিল ২০২১ সালে তার চেয়ে প্রায় এক বছর কমেছে। কোভিড-১৯ মহামারির প্রথম দুই বছরে মার্কিনিদের প্রত্যাশিত জীবনকাল প্রায় তিন বছর কমে গেছে। সর্বশেষ তুলনামূলক হ্রাস ঘটেছিল ১৯৪০ এর দশকের গোড়ার দিকে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর কর্মকর্তারা ২০২১ সালে গড় আয়ু কমার জন্য কোভিডকে দায়ী করেছেন। ওই বছর করোনভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি মানুষ ও মৃত্যুর সংখ্যা বেড়েছিল। গড় আয়ু কমার অন্যান্য কারণের মধ্যে রয়েছে ওষুধের অতিরিক্ত মাত্রা, হৃদরোগ, আত্মহত্যা এবং দীর্ঘমেয়াদে লিভারের রোগ।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ স্যামুয়েল প্রেস্টন বলেছেন, ‘এটি একটি হতাশাজনক পরিস্থিতি। এটি আগে খারাপ ছিল এবং এখন আরও খারাপ হয়েছে।’
প্রত্যাশিত জীবন নির্দিষ্ট বছরে জন্ম নেওয়া একটি শিশু কত বছর বেঁচে থাকার আশা করতে পারে, সেই সময়ে মৃত্যুর হারের পরিপ্রেক্ষিতে অনুমান করা হয়।
মার্কিনিদের গড় আয়ু কয়েক দশক ধরে বেড়েছিল। কিন্তু করোনা মহামারির আগে অগ্রগতি থমকে গেছে। ২০১৯ সালে এক জন মার্কিনির গড় আয়ু ছিল ৭৮ বছর ১০ মাস। ২০২০ সালে তা কমে হয়েছে ৭৭ বছর। ২০২১ সালে তা কমে হয়েছে ৭৬ বছর এক মাস।