মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব আবার শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। অঙ্গরাজ্যের ৪০টির মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে করে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্তের সব রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।
করোনা লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এর আগে গত ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ২ জুলাই যুক্তরাষ্ট্রে আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। আর তাতে করে এখন পর্যন্ত করেনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সর্বোচ্চ ১০ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছে। যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আগেরদিন সেখানে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৫৬৩ জন।