মার্কিন যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারিতে প্রথম মহামারি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলো।তারপর থেকে দেশটিতে জেঁকে বসেছে এই প্রাণঘাতি ভাইরাসটি।যতই দিন যাচ্ছে, ততই পেছনের সব রেকর্ড ভেঙে হচ্ছে নতুন নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা একদিনে করোনায় আত্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৪৮০ জন।
এর আগে, গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে এক দিনে ৫৫ হাজার ২২০ জন আক্রান্তের তথ্য জানানো হয়েছিল। ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল এটি। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে নতুন করে ৬৬ হাজার ২১ জন আক্রান্তের তথ্য জানানো হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ করোনাভাইররাসে আক্রান্ত হয়েছেন।